ত্রাণ বিতরণে নতুন কর্মসূচি রোববার, একসঙ্গে হবে ৪ লাখ মানুষের রান্না!

 ত্রাণ বিতরণে নতুন কর্মসূচি রোববার, একসঙ্গে হবে ৪ লাখ মানুষের রান্না!

বন্যাদুর্গত এলাকায় চলমান উদ্ধার অভিযান এবং ত্রাণ বিতরণে বেশকিছু নতুন কর্মসূচি যুক্ত হচ্ছে রোববার (২৫ আগস্ট) থেকে। ওই কর্মসূচিতে অন্তত চার লাখ মানুষের জন্য একসঙ্গে গণরান্নার ব্যবস্থা থাকবে বলে জানান সমন্বয়ক আবু বাকের মজুমদার।

তিনি বলেন, ‘রোববার থেকে বন্যাদুর্গত এলাকায় ১০ থেকে ১২ জন চিকিৎসক যাবেন, সেখানে নির্দিষ্ট কিছু বুথে তারা চিকিৎসা সেবা দেবেন। সেখানে ওষুধ সরবরাহেরও চেষ্টা করা হচ্ছে।’



সমন্বয়ক আবু বাকের আরও বলেন, ‘বন্যাদুর্গত এলাকায় শুকনা খাবারের সংকট দেখা দিয়েছে। সেজন্য রোববার থেকে গণরান্না কর্মসূচির পরিকল্পনা করেছি। মানুষকে আহ্বান জানাচ্ছি আমাদের এই গণরান্না কর্মসূচি পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের সহযোগিতা করার জন্য। টিএসসি-ডাকসু ক্যাফেটেরিয়া-ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে যেসব পয়েন্ট রয়েছে, এসব পয়েন্টে চাল-ডাল-তেলসহ প্রয়োজনীয় রান্নাসমগ্রী সরবরাহের চেষ্টা করা হবে।’


তিনি আরও বলেন, ‘সেসব স্পটে রান্না করার পরিবেশ আছে, সেইসব এলাকায় স্থানীয় প্রশাসনের সহায়তায় আমরা খাবার পাঠানোর চেষ্টা করবো। অন্তত চার লাখ মানুষের জন্য খাবার রান্না করার ব্যবস্থা করা হবে।’

এ দিকে বন্যার্তদের সহযোগিতা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) চলমান গণত্রাণ কর্মসূচিতে শুধু শনিবার (২৪ আগস্ট) নগদ এক কোটি ৮৬ লাখ ৪৮ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে। গত শুক্রবার (২৩ আগস্ট) ও শনিবার (২৪ আগস্ট) মিলে মোবাইল ব্যাংকিং মাধ্যমে ৪৯ লাখ ৮৫ হাজার টাকা সংগ্রহ করা হয়।





Post a Comment

Previous Post Next Post